অদ্ধকার আয়োজিত আলোর ফেরীর মাসিক আড্ডা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে জানাই আমার আন্তরিক সালাম/নমস্কার ও শুভেচ্ছা। পুরো বিশ্বের পরিবেশের ভারসাম্য বজায় থাকার উপর নির্ভর করে আমার ভালো থাকা। গত ৫ জুন ছিল সেই বিশ্ব পরিবেশ দিবস। তাই আজ আমি বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি।
৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতিবছর ৫ জুন সারা বিশ্বে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল। এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ থেকে ১৬ জুন অবধি। এই কনফারেন্সে ঐ বছরই চালু হয় জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বৎসর এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ খ্রিষ্টাব্দে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। তবে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ এ পৃথিবীব্যাপী এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে’, আর স্লোগান ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’।
প্রাকৃতিক ভারসাম্য ঠিকমতো বজায় রেখে মানুষ যাতে এই পৃথিবীর বুকে অন্যান্য সমস্ত জীবের সাথে একাত্ম হয়ে এক সুন্দর পরিবেশে বেঁচে থাকে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য।
বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ এ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। ৫ জুন সকাল সাড়ে ৯টায় গণভবনে বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শেরেবাংলা নগরে ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত পরিবেশ মেলা অনুষ্ঠিত হয় এবং ৫ জুন থেকে শুরু হয়েছে বৃক্ষমেলা, যা ২৭ থেকে ৩০ জুন ঈদ উল আযহার সরকারি ছুটির দিনগুলো বাদে চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত।
এসব আয়োজন উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ জুন বেলা ১১টায় উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন ২০২২, জাতীয় পরিবেশ পদক ২০২২, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২১ এবং সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করা হয়।