শনিবার, ২১ মে বেলা ১২ টায় হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোর ফেরী পাঠাগারের সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়। সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ অবহাওয়ার কারনে অনুষ্ঠান শুরুর সময় দুই ঘন্টা বিলম্বিত হয়।
আলোর ফেরীরর চেয়ারম্যান আব্দুল বারেক মৃধার সভাপতিত্বে এবং আলোর ফেরী পাঠাগারের অর্থ-সম্পাদক মোঃ ইকবাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিদ হাওলাদার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নেছার উদ্দিন সিকদার জামাল সহ কালিশুরী ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আলোর ফেরী পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ বাবুল মৃধা। তিনি তার বক্তব্যে আলোর ফেরীর প্রতিষ্ঠার কারন, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার তুলে ধরেন।
সুজিত হাওলাদার তার বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একসময় কনসেপ্ট ছিল, “Knowledge is Power, তারপর এসেছে Knowledge is Power কিন্তু বর্তমানে আমাদের Knowledge is Power imagination। মোঃ আল-আমিন তার বক্তৃতায় বলেন, “আলোর ফেরীর এই প্রযুক্তিভিত্তিক বইসেবা দেওয়ার বিষয়টা মৃধা যখন সর্প্রবথম আমার সামনে তুলে ধরে ছিলেন, আমি সত্যিই খুব বিস্মিত হয়েছি। আমি আলোর ফেরী পাঠাগারের সর্বাত্মক সফলতা কামনা করি এবং আমার সর্বাত্মক সহযোগিতা এই প্রতিষ্ঠানের জন্য অব্যাহত থাকবে।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ হিসেবে গান পরিবেশন করেন, হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মনি দাস ও প্রাক্তন শিক্ষার্থী সুদিপা হালদার।