আমাদের নিয়মিত কার্যক্রমসমূহ

Spread the love

১) প্রযুক্তিভিত্তিক ভ্রাম্যমাণ পাঠাগার সেবাঃ

মোবাইল অ্যাপের মাধ্যমে বই ইস্যু, বই সংগ্রহ, বই ব্যবস্থাপনা এবং পাঠক ব্যবস্থাপনা করা হয়। এই পদ্ধতিতে পাঠক ঘরে বসে মোবাইল অ্যাপের মাধ্যমে বই পড়তে চাওয়ার অনুরোধ পাঠাতে পারে। অতঃপর ভ্রাম্যমান পাঠাগার (সাইকেল বা গাড়ি) এর মাধ্যমে পাঠকের নিকট বই পৌঁছে দেওয়া ও সংগ্রহ করা হয়। বর্তমানে নির্ধারিত এলাকায় ও নিকটবর্তী স্কুলে সাইকেলের মাধ্যমে পাঠকদের বই পৌঁছে দেওয়া ও সংগ্রহ করা হয়। গাড়ির মাধ্যমে এই সেবা ইউনিয়ন ও উপজেলাব্যাপী বর্ধিত করার কার্যক্রম প্রক্রিয়াধীন। ভবিষ্যতে এই সেবা সারা দেশব্যাপী প্রসারিত করা হবে।


২) পাঠাগার ডিজিটালাইজেশন কার্যক্রমঃ

বাংলাদেশের বিভিন্ন প্রান্তের পাঠাগারগুলোকে আলোর ফেরী অ্যাপের মাধ্যমে একই নেটওয়ার্কের যুক্ত করে প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে পাঠকদেরকে পাঠাগার মুখী করার লক্ষ্যে প্রচার–প্রচারণা চালানো হয়। আগ্রহী পাঠাগারগুলোকে আলোর ফেরী অ্যাপের মাধ্যমে পাঠাগার ডিজিটালাইজেশন করার জন্য প্রশিক্ষণ প্রদান করা হয় এবং সার্বিক উন্নতির লক্ষ্যে সহযোগিতা করা হয়। এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০০ এর অধিক পাঠাগার আলোর ফেরীর অ্যাপে যুক্ত হয়েছে।  আলোর অ্যাপে সক্রিয় এবং ৫০০ এর অধিক বই যুক্তকারী পাঠাগারগুলোকে সনদ ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে পাঠাগার ডিজিটালাইজেশনের স্বীকৃতি দেওয়া হয়।

সেলুন পাঠাগার সেবাঃ

সেলুনে অপেক্ষমান কাস্টমার অলস বসে না থেকে বই পড়ে সময় কাটাতে পারে। বর্তমানে বাহেরচর বাজারের ৩টি সেলুনে এই সেবা চালু রয়েছে। সেলুন পাঠাগারগুলোতে প্রতিমাসে পূর্বের বইগুলো পাল্টে নতুন বই রাখা হয় যাতে কাস্টমার নতুন নতুন বই পড়তে পারে। ধাপে ধাপে অন্যান্য বাজারেও সেলুন পাঠাগার কার্যক্রম প্রসারিত করা হবে। কোন সেলুন পাঠাগারে কি বই রয়েছে তা আলোর ফেরী অ্যাপের মাধ্যমে জানা যাবে।


৪) পাঠাগারে পাঠ সেবাঃ

পাঠাগারে বসে পাঠক বই, পত্রিকা এবং ম্যাগাজিন পড়তে পারে। এছাড়াও পাঠক পাঠাগার থেকে বই সংগ্রহ করে বাসায় নিয়ে পড়তে পারে।


৫) বিভিন্ন দিবস উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণঃ

জাতীয় ও আন্তর্জাতিক সহ বিভিন্ন দিবসে আলোচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা সহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মাসিক আড্ডা (অনলাইন এবং অফলাইন):

প্রতিমাসে বই পড়া নিয়ে বক্তৃতা এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যু দিবসে আলোচনার আয়োজন করা হয়।



৭) সচেতনতা কার্যক্রমঃ

বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম যেমনঃ মাদক বিরোধীবাল্যবিবাহ রোধপরিবেশ ও জলবায়ু রক্ষায় সচেতনতা সৃষ্টিতে চলচ্চিত্র প্রদর্শনসহ নানা রকম কার্যক্রমের আয়োজন করা হয়।


৮) দক্ষতা উন্নয়ন কার্যক্রমঃ

পাঠকদের মেধা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম যেমনঃ স্ক্র্যাচ প্রোগ্রামিং ও কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করা হয়। ভবিষ্যতে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত প্রশিক্ষণের আয়োজন করা হবে যাতে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে।

৯) শিশুদের গেইম কর্নারঃ

শিশুদের আনন্দময় পরিবেশ প্রদানের লক্ষ্যে পাঠাগারে রয়েছে বিভিন্ন সৃজনশীল খেলার ব্যবস্থা। যাতে শিশুরা বই পড়ার পাশাপাশি খেলার মাধ্যমে পাঠাগারে আনন্দের সাথে সময় কাটাতে পারে এবং মেধার বিকাশ ঘটাতে পারে।


১০) বৃত্তি প্রদানঃ

পাঠাগারের বই আদান–প্রদানের দায়িত্বে নিযুক্ত শিক্ষার্থীকে প্রতিমাসে তার পড়াশুনার খরচের সহায়তার হিসেবে নির্দিষ্ট পরিমাণ অর্থ বৃত্তি হিসাবে প্রদান হয়। এছাড়াও ভবিষ্যতে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনার সহায়তার জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হবে।

১১সাঁতার প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমঃ

পানিতে ডুবে মৃত্যু বাংলাদেশে একটি নীরব ঘাতক। প্রতিদিন গড়ে ৪০টি শিশু পানিতে ডুবে প্রাণ হারান। যাদের ৩০ জনেরই বয়স পাঁচ বছরের কম। এই মৃত্যুর মিছিল থেকে অন্ততপক্ষে হলেও যেন কিছু জীবন বাঁচাতে পারি সেই লক্ষ্যে আলোর ফেরী পাঠাগারের উদ্যোগে কিছু লাইফ জ্যাকেট নিয়ে শুরু করা হয় “শিশু–কিশোরদের বাধ্যতামূলক সাঁতার শিখন কার্যক্রম“।

Scroll to Top