“আলোর ফেরী পাঠাগার” – একটি প্রযুক্তিভিত্তিক স্মার্ট মডেল পাঠাগার।

Spread the love

আলোর ফেরী পাঠাগার – একটি প্রযুক্তিভিত্তিক স্মার্ট মডেল পাঠাগার।  এই পাঠাগারের একটি অ্যাপ রয়েছে। অ্যাপটিতে স্মার্ট পদ্ধতিতে পাঠাগারের বই, পাঠক ও অর্থ ব্যবস্থাপনা সহ পূর্ণ ব্যবস্থাপনা করা হয়। অ্যাপটিতে সোশ্যাল নেটওয়ার্কিং সুবিধা থাকায় খুব সহজেই পাঠক ও পাঠাগারের মধ্যে বন্ধন তৈরিতে সাহায্য করে। পাঠক যেকোনো স্থান থেকে অ্যাপের মাধ্যমে পাঠাগারের বই ও পাঠক সহ যাবতীয় তথ্য জানতে পারে। পাঠক তার পছন্দের বইটি খুঁজে পড়তে চেয়ে অনুরোধ পাঠায়। অতঃপর পাঠাগার নিজ ব্যবস্থাপনায় পাঠকের কাছে বইটি পৌঁছে দেয় এবং পড়া শেষে ফেরত নেয়। পাঠাগার কর্তৃপক্ষ জানতে পারে কতগুলো বই পাঠকের কাছে রয়েছে। কোন পাঠকের কাছে কি বই রয়েছে এবং কখন ফেরত দিবে ইত্যাদি।

আলোর ফেরী পাঠাগারের লক্ষ্য ও উদ্দেশ্য

জ্ঞান সমৃদ্ধ জাতিই উন্নত জাতি। তাই উন্নত জাতি ও আলোকিত সমাজ গঠনের ক্ষেত্রে পাঠাগার ভিত্তিক জ্ঞান চর্চার বিকল্প নেই। বর্তমান সময়ে বাংলাদেশে প্রচুর পাঠাগার রয়েছে তবে বড় সমস্যা হলো কোন পাঠাগারের অবস্থান কোথায়, কোন পাঠাগারে কি পরিমান এবং কি কি বই আছে সে সম্পর্কে পাঠকরা অবহিত নয়। অর্থাৎ পাঠাগার গুলোর সাথে পাঠকদের প্রযুক্তি ভিত্তিক কোনো সংযোগ নেই যার মাধ্যমে পাঠক ঘরে থেকেই জানতে পারবে লাইব্রেরী এবং বই এর অবস্থান। এই সমস্যা সমাধানের ভাবনা থেকে ডিজিটাল পদ্ধতিতে পাঠাগার এবং পাঠকদের মধ্যে সংযোগ সাধনের লক্ষ্যে আলোর ফেরী পাঠাগারের যাত্রা।  বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। আধুনিক বিশ্বে জ্ঞান চর্চার ক্ষেত্রে পাঠাগার ও পাঠকের মধ্যে প্রযুক্তির সমন্বয় না হলে সঠিকভাবে জ্ঞানচর্চা সম্ভব নয়। তাই প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে পাঠাগারের সহিত পাঠকদেরকে সংযুক্ত করা এবং সর্বত্র পাঠকদের বই পড়ার অভ্যাস বাড়ানোই আলোর ফেরী পাঠাগারের উদ্দেশ্য।

আলোর ফেরী পাঠাগারের যাত্রা

২০১৫ সালের ১০ মার্চ পটুয়াখালী জেলার বাউফল থানাধীন কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামে মোঃ বাবুল মৃধার উদ্যোগে প্রথম প্রযুক্তি ভিত্তিক ভ্রাম্যমাণ মডেল পাঠাগার আলোর ফেরী পাঠাগারের যাত্রা শুরু হয়। পাশাপাশি অ্যাপটির গবেষণা ও ডেভলপমেন্ট কার্যক্রম চলতে থাকে এবং আলোর ফেরীর দুটি পাঠাগারে অ্যাপটির পাইলটিং কার্যক্রমও চলতে থাকে। বর্তমানে অ্যাপটি প্লে ষ্টোরে রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৭০ টিরও অধিক পাঠাগার আলোর ফেরী অ্যাপের সাথে যুক্ত হয়েছে এবং অ্যাপটির মাধ্যমে আলোর ফেরী পাঠাগারের পাঠকদের নিয়মিত পাঠসেবা প্রদান করা হচ্ছে। 

আলোর ফেরী অ্যাপ এর বিশেষ ফিচার সমূহ

  • সোশ্যাল নেটওয়ার্কিং সুবিধা থাকায় পোস্ট, কমেন্ট ও লাইকের মাধ্যমে আলোচনায় অংশগ্রহণ করতে পারে।
  • পাঠাগারের বই ব্যবস্থাপনা, সদস্য ব্যবস্থাপনা, ইভেন্ট ব্যবস্থাপনা ও অর্থ ব্যবস্থাপনা ইত্যাদি।
  • প্রত্যেক পাঠাগারের নিজস্ব একটি পেইজ আছে, উক্ত পেইজ  থেকে পাঠাগারের সকল বই, পাঠক সহ সমসাময়িক যাবতীয় তথ্য জানা যায়।
  • বই, পাঠক ও পাঠাগারের প্রত্যেকের আলাদা কিউআর কোড রয়েছে ফলে পাঠাগার, পাঠক ও বইয়ের তথ্য দ্রুত একসেস করা যায়।
  • বই ইস্যু ও সংগ্রহ করা এবং ইস্যুকৃত বইয়ের তালিকা জানা যায়।
  • অনলাইন পেমেন্ট এর মাধ্যমে সদস্য ও দাতাদের থেকে অর্থ সংগ্রহ করা যায়। 
  • দৈনিক, মাসিক এবং বাৎসরিক বই ইস্যু ও সংগ্রহের স্ট্যাটিসটিকস নির্ণয় করা যায়।
  • পাঠাগার ও পাঠকের পারফরম্যান্স নির্ণয় করা যায়।
  • সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক বই পড়ার সংখ্যায় সেরা পাঠক নির্বাচন করা যায়।
  • নোটিফিকেশনের মাধ্যমে প্রয়োজনীয় সকল আপডেট পাঠাগার ও পাঠকে জানিয়ে দেওয়া হয়।
  • ডিজিটাল পদ্ধতিতে মেম্বারশিপ নিবন্ধনের মাধ্যমে পাঠাগারে যুক্ত হতে পারে।
  • খুব সহজেই নিকটবর্তী পাঠাগার ও পাঠাগারের বই খুঁজে বের করা যায়।
  • পছন্দের বই পড়তে চেয়ে অনুরোধ, বই পড়া শেষে ফেরত দেওয়ার নোটিফিকেশন এবং বই পড়ার মেয়াদ উত্তীর্ণের নোটিফিকেশন।
  • বই রিভিউ ও মতামত প্রদান করা যায়।
  • প্রত্যেক পাঠকের আলাদা প্রোফাইল।
  • সকল সদস্যদের রক্তের গ্রুপ জানা ও ব্যবস্থাপনা করা যায়।
  • প্রয়োজনীয় সব নোটিফিকেশন।

সুতরাং আলোর ফেরী খুলে দিবে প্রযুক্তি ভিত্তিক পাঠাগার ব্যবস্থাপনার নতুন দিগন্ত। আলোর ফেরী অ্যাপে পাঠাগারগুলো যুক্ত হলে বাংলাদেশের সমস্ত পাঠাগার একই নেটওয়ার্ক চলে আসবে এবং তৈরি হবে একটি পাঠক ও পাঠাগার ভিত্তিক সোশ্যাল নেটওয়ার্ক যেখানে মানুষ সৃজনশীল মেধা বিকাশের সুযোগ পাবে। ফলে মানুষের বই পড়া ও জ্ঞান চার্চর প্রতি ব্যাপক আগ্রহ বাড়বে এবং একটি জ্ঞান সমৃদ্ধ জাতি তৈরিতে ব্যাপক ভূমিকা রাখবে।

 

অ্যাপটি ডাউনলোড লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.provatsoft.alorferi&hl=en

Scroll to Top