আলোর ফেরী – একটি প্রযুক্তিভিত্তিক বই শেয়ারিং সেবা

Spread the love

আলোর ফেরী একটি প্রযুক্তিভিত্তিক বই শেয়ারিং সেবা। এই পদ্ধতিতে পাঠক যেকোনো স্থান থেকে আলোর ফেরী অ্যাপের মাধ্যমে জিপিএস ব্যবহার করে তার নিকটবর্তী পাঠাগারের বইসহ যাবতীয় তথ্য জানতে পারে। পাঠক তার পছন্দের বইটি খুঁজে পড়তে চেয়ে অনুরোধ পাঠাতে পারে। অতঃপর পাঠাগারের ব্যবস্থাপনায় (গাড়ি/সাইকেলের মাধ্যমে) পাঠকের কাছে বইটি পৌঁছে দেয় এবং বইটি পড়া শেষে ফেরত নেয়। পাঠাগার কর্তৃপক্ষ জানতে পারে কোন পাঠকের কাছে কি বই রয়েছে, কবে ফেরত দিবে, কোন মাসে কতটি বই ইস্যু হয়েছে এবং কতটি বই ফেরত এসেছে ইত্যাদি। এতে নেটওয়ার্কিং সুবিধা থাকায়  বইয়ের রিভিউ, পোস্ট, কমেন্ট ও লাইক এর মাধ্যমে বই পড়ার মতামত প্রকাশ করতে পারে। ফলে খুব সহজেই পাঠক ও পাঠাগারের মধ্যে বন্ধন তৈরিতে সাহায্য করে। 

আলোর ফেরী একটি নমনীয় ডিজাইন, এই সেবা যেকোন এলাকা জুড়ে বিস্তৃত করা যায়। ফলে প্রযুক্তির ছোঁয়ায় বই পড়ার কার্যক্রম সমগ্র দেশব্যাপী ছড়িয়ে দেওয়া যায়। নিম্নে আলোর ফেরীর মাধ্যমে এলাকা ভিত্তিক বই সেবা প্রদানের চিত্র দেওয়া হলঃ

চিত্রঃ আলোর ফেরীর মাধ্যমে এলাকা ভিত্তিক বই সেবা প্রদানের ডায়াগ্রাম।


আলোর ফেরী অ্যাপের বিশেষ ফিচার সমূহঃ

  • কিউআর-কোড পদ্ধতিতে পাঠাগার, পাঠক ও বইয়ের তথ্য দ্রুত একসেস করা।
  • কিউআর-কোড ব্যবহার করে স্মার্ট হাজিরা পদ্ধতি।
  • বই ইস্যু ও সংগ্রহ করা এবং ইস্যুকৃত বইয়ের তালিকা জানা।
  • দৈনিক, মাসিক এবং বাৎসরিক বই ইস্যু ও সংগ্রহের স্ট্যাটিসটিকস নির্ণয় করা।
  • সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক বই পড়ার সংখ্যায় সেরা পাঠক নির্বাচন করা।
  • পাঠাগারের বই ব্যবস্থাপনা, সদস্য ব্যবস্থাপনা, ইভেন্ট ব্যবস্থাপনা ও অর্থ ব্যবস্থাপনা ইত্যাদি।
  • পাঠাগারের নিজস্ব প্রোফাইল বা পেইজ, উক্ত পেইজ থেকে পাঠাগারের সকল বই, পাঠকসহ সমসাময়িক যাবতীয় তথ্য জানা।
  • সোশ্যাল নেটওয়ার্কিং সুবিধা থাকায় পোস্ট, কমেন্ট ও লাইকের মাধ্যমে বিভিন্ন আলোচনা করা।
  • অনলাইন পেমেন্ট এর মাধ্যমে সদস্য ও দাতাদের থেকে অর্থ সংগ্রহ করা। 
  • পাঠাগারের সদস্যদের রক্তের গ্রুপ জানা ও ব্যবস্থাপনা করা। 
  • পাঠাগার ও পাঠকের পারফরম্যান্স নির্ণয় করা। 
  • খুব সহজেই নিকটবর্তী পাঠাগার ও পাঠাগারের বই খুঁজে বের করা যায়।
  • নোটিফিকেশনের মাধ্যমে প্রয়োজনীয় আপডেট পাঠাগার ও পাঠকে জানিয়ে দেওয়া।
  • আলোর ফেরী অ্যাপের ডাউনলোড লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.provatsoft.alorferi&hl=en

আলোর ফেরীর ভ্রাম্যমাণ পাঠাগারের (প্রস্তাবিত) গাড়ির ডিজাইনঃ

Diagram

Description automatically generated

ছবিঃ আইওটি যুক্ত আধুনিক ভ্রাম্যমাণ পাঠাগার।

গাড়ির বৈশিষ্ট্যঃ
১) গাড়িতে সংযুক্ত ইন্টারনেট ব্যবহার করে ওয়াইফাই এর মাধ্যমে পাঠকদের মোবাইলে ইন্টারনেট সুবিধা দেওয়া হবে যাতে পাঠক আলোর ফেরী অ্যাপের মাধ্যমে বুকশেলফের কোন তাকে কি বই রয়েছে বই খুঁজে বের করতে পারবে।
২) সংক্রিয়ভাবে জিপিএস এর মাধ্যমে গাড়ির লোকেশন এবং ক্যামেরার মাধ্যমে ছবি/ভিডিও সার্ভারে আপডেট হবে ফলে কর্তৃপক্ষ গাড়ির অবস্থান জানতে পারবে।
৩) আলোর ফেরী অ্যাপের মাধ্যমে জিপিএস ব্যবহার করে গাড়ির অবস্থান জানতে পারবে।
৪) গাড়িতে সন্নিবেশিত কিউআর-কোড স্ক্যান করে সমস্ত বইয়ের তথ্য অর্থাৎ কোন সেলফে কি বই রয়েছে জানতে পারবে।
৫) সৌর প্যানেলের মাধ্যমে ব্যাটারি রিচার্জ করার পরিবেশগত স্থায়িত্বকেও নিশ্চিত করে।

Scroll to Top