অনলাইনে আলোর ফেরী পাঠাগারের জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

Spread the love

শনিবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোর ফেরী পাঠাগারের উদ্যেগে আলোচনা, বক্তৃতা, গান ও কবিতা আবৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনা সংক্রমণের বিষয়টি মাথায় রেখে উক্ত অনুষ্ঠানটি অনালাইনে আয়োজন করা হয়। আলোর ফেরীর প্রতিষ্ঠাতা মোঃ বাবুল মৃধার সভাপতিত্বে এবং ইকবাল হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম পাঠাগার আন্দোলনের প্রতিষ্ঠাতা ও অর্জুনা অন্বেষা পাঠাগারের প্রতিষ্ঠাতা আবদুস ছাত্তার খান। আরও উপস্থিত ছিলেন আলোর ফেরী পাঠাগারের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।

আবদুস ছাত্তার খান তার দেওয়া বক্তৃতায় বলেন, পাঠাগার হলো গণমানুষের বিশ্ববিদ্যালয়। তিনি আরও বলেন, পরীক্ষার ফলাফল ভিত্তিক পড়াশুনার মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং আমাদের সৃষ্টিশীল কাজে আরো মনোনিবেশ করতে হবে। এজন্য আমাদের বই পড়ুয়া সমাজ গঠনের বিকল্প নেই।

জাতীয় গ্রন্থাগার দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’। বাবুল মৃধা প্রযুক্তিভিত্তিক প্লাটফর্ম আলোর ফেরীর সুবিধাসমূহ তুলে ধরে বলেন, পাঠাগার কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য এবং পাঠকদের বইমুখী করতে প্রযুক্তিভিত্তিক পাঠাগার গড়ার বিকল্প নেই।

Scroll to Top