ডিজিটাল উদ্ভোবনী মেলা-২০২২ এ জেলা চ্যাম্পিয়ন “আলোর ফেরী পাঠাগার”

Spread the love

গত ২১ ও ২২ ডিসেম্বর ২০২২ তারিখ রোজ বুধ ও বৃহস্পতিবার এটুই এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে জেলা প্রশাসন পটুয়াখালী কর্তৃক ডিজিটাল উদ্ভোবনী মেলা ২০২২ আয়োজিত হয়। পটুয়াখালী জেলা প্রশাসন উক্ত মেলায় আলোর ফেরী পাঠাগারকে আমন্ত্রণ জানালে আলোর ফেরী পাঠাগার উক্ত মেলায় অংশগ্রহণ করে। ২ দিন ব্যাপী এই মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৮০টি প্রকল্প অংশগ্রহণ করে। ডিজিটাল উদ্ভোবনী অলিম্পিয়াড এর প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতায় উন্মুক্ত বিভাগে আলোর ফেরী পাঠাগার প্রথম স্থান অধিকার করে। মেলা শেষে আলোর ফেরী পাঠাগারের সভাপতি মোঃ বাবুল মৃধার হাতে চ্যাম্পিয়ন সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন পটুয়াখালী জেলা চেয়ারম্যান মোঃ অ্যাডভোকেট হাফিজুর রহমান। উক্ত মেলায় ২য় স্থান অধিকার করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, আলোর ফেরী পাঠাগারের উদ্ভাবন “পাঠাগার ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম আলোর ফেরীতে দেশের বিভন্ন প্রান্তের ১৯০ টি পাঠাগার যুক্ত রয়েছে।

Scroll to Top