মহান বিজয় দিবস উপলক্ষে আলোর ফেরী পাঠাগারের অনলাইন সভা অনুষ্ঠিত

Spread the love

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে আলোর ফেরী পাঠাগারের উদ্যোগে অনলাইনে একটি আলোচনা, বক্তৃতা ও কবিতা আবৃতি সভা অনুষ্ঠিত হয়। সভাটি রাত ৯ টা ৩০ মিনিটে অনলাইন প্লাটফর্ম গুগল মিটে অনুষ্ঠিত হয়। পাঠাগারের সভাপতি মোঃ বাবুল মৃধার সভাপতিত্বে এবং অর্থ- সম্পাদক মোঃ ইকবাল হোসেন এর উপস্থাপনায় উক্ত সভায় বক্তব্য রাখেন পাঠাগারের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক আরাফাত সাগর, আলোর ফেরী পাঠাগারের পাঠিকা পূজা কর্মকার। এছাড়াও কবিতা আবৃতি করেন অর্থ- সম্পাদক মোঃ ইকবাল হোসেন। বক্তারা একে একে মুক্তিযুদ্ধের নানা বিষয় ও প্রেক্ষাপট তুলেন ধরেন। সভাপতি বাবুল মৃধা তার বক্তৃতায় বলেন: যে মূল্যবোধ ও চেতনা নিয়ে আমরা বিজয় অর্জন করেছি সে বিজয়কে সার্থক করতে নারী-পুরুষ ও যেকোন ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। তিনি আরও বলেন পুরুষের পাশাপাশি নারীরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে বলে বাংলাদেশ আজকে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আরাফাত সাগর তার বক্তৃতায় বলেন: বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে, এই ধারা অব্যাহত রাখতে দেশের দক্ষ জনশক্তিকে ভালোভাবে কাজে লাগাতে হবে। মোঃ সাইফুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা তুলে ধরে বলেন: শহীদদের ঋণ কখনো শোধ করার নয়, তাদের এই ত্যাগ আমাদের চলার পথের অনুপ্রেরণা। এছাড়াও পূজা কর্মকার ৫২ এর ভাষা আন্দোলন, ৬৬ এর ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন এবং সর্বশেষ ৭১ এর মহান মুক্তিযুদ্ধের সকল প্রেক্ষাপট ও ফলাফল সহ বিস্তারিত বিষয় তার বক্তৃতায় উপস্থাপন করেন। মোঃ বাবুল মৃধার সমাপনী বক্তৃতার মধ্য দিয়ে সভার কার্যক্রম সমাপ্ত হয়।

Scroll to Top