গত ৭ ও ৮ জুন রোজ বুধ ও বৃহস্পতিবার বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত হয় বরিশাল বিভাগীয় উদ্ভাবনী মেলা ২০২৩। উক্ত মেলা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় বরিশাল বিভাগীয় কমিশনার এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় বরিশাল বিভাগের সবগুলো জেলা থেকে মোট ১১ টি প্রকল্প বিভাগীয় পর্যায়ে আমন্ত্রণ পায়। এর মধ্যে বরিশাল জেলা থেকে ৩টি, পটুয়াখালী জেলা থেকে ৪ টি এবং ঝালকাঠী, বরগুনা, পিরোজপুর ও ভোলা থেকে ১ টি করে প্রকল্প আমন্ত্রণ পায়। পটুয়াখালী জেলার ৪ টি প্রকল্পের মধ্যে একটি হলো আলোর ফেরী।
২ দিন ব্যাপী এই মেলার প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোরশেদা ইয়াসমীন (এনডিসি) ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি। আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) খোন্দকার আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রকল্পগুলোর কাজ এবং সেবা সম্পর্কে জানার জন্য সবগুলো স্টল পরিদর্শন করেন। এরই ধারাবাহিকতায় তারা আলোর ফেরীর স্টলও পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা আলোর ফেরীর প্রযুক্তিভিত্তিক বই পাঠ সেবা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য যে, গত ২১ ও ২২শে ডিসেম্বর ২০২২ তারিখে পটুয়াখালী জেলা পর্যায়ের ডিজিটাল উদ্বোধনী মেলায় উন্মুক্ত বিভাগে আলোর ফেরী প্রকল্প প্রথম স্থান অধিকার করে। এরই ধারাবাহিকতায় আলোর ফেরী পাঠাগার বরিশাল বিভাগীয় পর্যায়ে উদ্ভাবনী মেলায় অংশ গ্রহণের সুযোগ পায়।