শনিবার, ২১ মে ২০২৩ আলোর ফেরী পাঠাগার পাঠাগার পরিদর্শন করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমিন। তিনি ওইদিন আলোর ফেরীর সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে আলোর ফেরী পরিদর্শনে আসেন। তিনি এইসময় আলোর ফেরীর কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং আলোর ফেরী পাঠাগারের ভূয়সী প্রশংসা করেন। তিনি পাঠাগারের প্রশংসা করে পরিদর্শন বই লিখেনঃ অদ্য ২১/০৫/২৩ তারিখ শনিবার বিকেল ৩ টায় আলোর ফেরী পাঠাগার পরিদর্শন করি। পরিদর্শনকালে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, পাঠাগারের প্রতিষ্ঠাতা বাবুল মৃধা সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে পাঠাগারের অনলাইন ভিত্তিক অ্যাপ সম্পর্কে সম্যক ধারণা পাই এবং এর দ্বারা উপকৃত হওয়ার বিভিন্ন ফিচার সম্পর্কে ধারণা লাভ করি। বই পড়ার অভ্যাস তৈরি করতে ইতিমধ্যে পাঠাগারটি ব্যাপক ভূমিকা রাখছে এবং সমানে এর প্রভাব দৃশ্যমান। ইতিমধ্যে পাঠাগারটি উন্নয়নে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে এবং এর উন্নয়নের জন্য আরও ধার্য করার ইচ্ছা পোষণ করছি। পাঠাগারটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।